Fear: কাজ হারাবার ভয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছেন প্রতিটি দিন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   ছয় বছর ধরে জায়গা রক্ষনাবেক্ষনের ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রী এবং মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এক মহিলা ব্যবসায়ী। মালদা শহরের সুস্থানি মোড়ের বাসিন্দা জাইগোন বিবি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে লিখিতভাবে

আরও পড়ুন -  Weather Update: কবে হবে বৃষ্টি বাংলায়? গরমকে জব্দ করতে, ওয়েদারের লেটেস্ট আপডেট দেখুন

বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্তের সুস্থানি মোড় সংলগ্ন উনিশ বিঘা জমি রয়েছে শহরের দুই বিশিষ্ট চিকিৎসকের। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সেই জায়গা লিজে নিয়ে প্রায় কোটি টাকা খরচ করে পাথরের ব্যবসা করতে শুরু করেছিলেন ওই মহিলা ব্যবসায়ী। কিন্তু বর্তমানে এই জায়গাটি ব্যবসা-বাণিজ্যের উপযুক্ত হয়ে ওঠায় এখন সেই জায়গায় দখল নিতে চাইছেন ওই দুই ব্যবসায়ী, রক্ষণাবেক্ষণ খরচ না দিয়েই বলে অভিযোগ। তাছাড়া জায়গায় কোটি টাকার পাথর পড়ে রয়েছে বর্তমানে। এই জায়গায় কেউ দোকান আবার কেউ জেসিপি আবার কেউ শ্রমিকের কাজ করে পরিবার চালান। বিগত ছয় বছর ধরে তারা এই কাজ কর্ম করে আসছেন। এদিকে তারাও কাজ হারাবার ভয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছেন প্রতিটি দিন।

আরও পড়ুন -  ইপিএফও-র বেতন-ভিত্তিক তথ্য : সদস্য সংখ্যায় নিবন্ধীকরণের হার বেড়েছে; এপ্রিল মাসের তুলনায় মে মাসে সদস্য সংখ্যা ১ লক্ষ বেড়ে ৩ লক্ষ ১৮ হাজার হয়েছে