Huge Amount Of Wordplay: আবারো বিপুল পরিমাণের শব্দবাজি উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   আবারো বিপুল পরিমানের শব্দবাজি উদ্ধার ইংরেজবাজার থানার নেতাজি পৌর বাজার এলাকা থেকে।

মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ইংরেজবাজার শহরের নেতাজি পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ তিনজনকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, খুব শীঘ্রই মাদার ডিয়ারি নাম পরিবর্তন করে তারা বাংলা ডেয়ারি করতে চলেছেন

বুধবার ধৃতদের কে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান ধৃতদের নাম সুশান্ত মন্ডল তার বাড়ি মানিকচকের যোগিনী গ্রাম এলাকায়, রাজেশ মন্ডল তার বাড়ি রাজমহলের কামরায় এলাকায়, দিলদার হোসেন তার বাড়ি ইংলিশ বাজারের কমলাবাড়ী এলাকায় , ।তাদের কাছ থেকে উদ্ধার হয় আট কাটুন শব্দবাজি।

আরও পড়ুন -  জৈনাচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজের ১৫১তম জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘স্ট্যাচু অফ পিস’-এর আবরণ উন্মোচন করেছেন

উদ্ধার হওয়া শব্দবাজি গুলির বাজারমূল্য প্রায় 2 লক্ষ টাকা । অভিযুক্তদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।