Occasion of Dhanteras: ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব।

বরাবরই ধনতেরাস কে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কেনা বেচায় মেতে ওঠে।

মূলত সোনা রুপোর গহনা বা অলঙ্কার ও ইলেকট্রনিক্স জিনিষ কেনা বেচাতেই সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি।

আরও পড়ুন -  পবন সিং-কে একা পেয়ে অক্ষরা সিং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, দেখুন VIDEO

সাধারণ মানুষের আগ্রহকে লক্ষ্য রেখেই বিগত ১০ বছর ধরে আসানসোলের ইলেকট্রনিক্স মার্কেট সেজে ওঠে এক সপ্তাহ আগে থেকেই নানান পসরা নিয়ে ৷ মঙ্গলবার আসানসোলের দুর্গা মাকের্টে উপস্থিত হয়েও দেখা গেল একই চিত্র ৷ গ্রাহক ও ক্রেতাদের আকর্ষণের জন্যে দোকানের সামনে আলাদা প্যাণ্ডেল করে পসরাগুলি সাজির তুলেছে ৷ রয়েছে ক্রেতাদের জন্যে বিশেষ আকষর্ণীয় ছাড় ৷ এই বিষয়ে আসানসোলের রিকো ইলেকট্রনিক্সের কর্নধার জানিয়েছেন, ধনতেরাসের পরম্পরা অনুযায়ী পসরা তুলে ধরা হয়েছে গ্রাহকদের জন্যে।

আরও পড়ুন -  Chhat Puja: ছটের ঘাট পরিদর্শন করলেন, ইংরেজবাজার পুরো প্রশাসক

বর্তমানে সক্রমণের হার কম থাকায় সাধারণ মানুষও কিছুটা বাজারমুখি হয়েছেন ৷ তবে স্বাভাবিক পরিস্থিতির থেকে এখনো কিছুটা বেচা কেনা পিছিয়ে রয়েছে ৷ তবে সব থেকে আনন্দের বিষয় সাধারণ মানুষ বিদেশী কোম্পানিগুলির থেকে দেশীয় প্রযুক্তি ও দেশীয় কোম্পানির ওপর ভরষা ও আস্থা রেখেছেন বেশি।