Train Local: দেখুন, ট্রেনের প্রতিটি কামরায় যাত্রীরা কি ভাবে যাচ্ছে ?

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা ও  হুগলীঃ   আজ থেকে শুরু হলো দীর্ঘ ১৯ মাস পর সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন।

সকালের দিকে ডানকুনি থেকে বিধান নগর যা দেখলাম তা ক্যামেরা বন্ধি করেছিলাম।

আরও পড়ুন -  Afghanistan School Bomb Attack: নিহত ১৫, স্কুলে বোমা হামলায়, আফগানিস্তানে

বিকালের দিকে হাওড়া রেল স্টেশন ও তার সংলগ্ন এলাকা স্টেশনের খন্ডচিত্র তুলে ধরলাম।

ট্রেনটি ছিল হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনের ৫-৩৩মিঃ ছাড়ল, তখন ট্রেনের প্রতিটি কামরায় সিটে তিনজন করে বসে আছে, কিন্তু লিলুয়া স্টেশন ঢোকার সঙ্গে সঙ্গে যাত্রি কোন রকম নিয়মকে তোয়াক্কা না করে যাত্রী উঠে, কে কত তারা চতুর্থ সিটটা দখলে রাখবে।

আরও পড়ুন -  রুপা ভট্টাচার্য কেন বিজেপিতে যোগদান করেছিলেন, দীলিপ ঘোষকে স্পষ্ট উত্তর দিয়ে দল ছাড়লেন

ডানকুনি স্টেশনের নামার যা দৃশ্য দেখলাম তা ক্যামেরা বন্ধি করে পাঠালাম। দেখুন ট্রেনের প্রতিটি কামরায় যাত্রীরা কিভাবে যাচ্ছে।