Ganikhan Chowdhury: গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সাংসদ গনিখান চৌধুরীর ৯৫ তম জন্মদিন পালন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ১ নভেম্বর :   গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সাংসদ গনিখান চৌধুরীর ৯৫ তম জন্মদিন পালন করল তৃণমূল নেতৃত্ব।

সোমবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় গনি খান চৌধুরীর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন -  Helicopter Crashes: হেলিকপ্টার বিধ্বস্ত অরুণাচলে, পাইলট নিহত

আসন্ন পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব দের দেখা গেল এক ফ্রেমে।

রাজনীতির উর্দ্ধে উঠে সমস্ত দলের নেতা-নেত্রীরা শ্রদ্ধা করতেন গনিখান চৌধুরীকে। ১লা নভেম্বর ছিল তার জন্মদিন। এদিন সকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে বৃন্দাবনী ময়দান এলাকায় উপস্থিত ছিলেন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা সহ অন্যান্য নেতা নেত্রীরা।

আরও পড়ুন -  Election: প্রধানমন্ত্রী প্রার্থী মা হলেন, নির্বাচনের দুই সপ্তাহ আগে

বিধায়ক এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই মূর্তিটি বসিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রতিবছর গনিখান চৌধুরীর জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়।শ্রদ্ধা নিবেদনের পর গনিখান চৌধুরীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন -  উদ্ধার হওয়া তিনটি সকেট বোমা কে নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপোজাল দল