Illegal Firearms: বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহকারী গ্রেফতার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ০১ নভেম্বরঃ   গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহকারী এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। রবিবার গভীর রাতে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাসের নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়। সেখানে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজসহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ।

আরও পড়ুন -  Actress Jacqueline: অভিনেত্রী জ্যাকুলিন, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইউসুফ শেখ (২৮)। তার বাড়ি কালিয়াচক থানা এলাকায় । বেশ কয়েক মাস ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্র বিভিন্ন দুষ্কৃতীদের ডেরায় সরবরাহ করার মূল পান্ডা ছিল ধৃত ওই দুষ্কৃতী। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ইউসুফ শেখের বেআইনি অস্ত্র কারবারে যুক্ত থাকার নাম উঠে আসে ।

আরও পড়ুন -  Weather Forecast: আজ হবে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টির ইঙ্গিত এই ১০ জেলায়

পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাস জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার মালদা আদালতে পেশ করা হয়েছে।