Local Train Launched: 19 মাস পর আসানসোল স্টেশনে চালু হল লোকাল ট্রেন, খুশি যাত্রীরা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   19 মাস পর আসানসোল স্টেশনে চালু হল লোকাল ট্রেন, খুশি যাত্রীরা।

19 মাস পর আসানসোল স্টেশনে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা।

রবিবার থেকে আসানসোল বর্ধমান সহ বিভিন্ন রুটে লোকাল ট্রেন চালু হয়।লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

আরও পড়ুন -  Local Train Cancel: এই লাইনে বন্ধ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত, লোকাল ট্রেন

প্রসঙ্গত দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছিলেন 31 শে অক্টোবর থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে।

সেই নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি আসানসোলেও লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়।সরকারি নিয়মরীতি মেনেই আসানসোলে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।

আরও পড়ুন -  Local Train: একগুচ্ছ লোকাল ট্রেন শনি ও রবিবার বাতিল শিয়ালদহ শাখায়, ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

সব মিলিয়ে দীর্ঘ 19 মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

এই প্রসঙ্গে লোকাল ট্রেনের যাত্রীরা কি বলেছেন তা শুনুন।