Divinity: দিব্যাজ্ঞন সংস্থার সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন

Published By: Khabar India Online | Published On:

কলকাতার রাষ্ট্রীয় গতিশীল দিব্যাজ্ঞন সংস্থা, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার মত এবছর ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর, ২০২১ পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহের আয়োজন করছে। এবারের মূল ভাবনা “স্বাধীন ভারত@৭৫; সততার সঙ্গে আত্মনির্ভরতা”। সংস্থার আংশিক সময়ের ভিজিলেন্স অফিসার, শ্রী প্রবীন কুমার ২৬শে অক্টোবর সংস্থার কর্মকর্তা ও কর্মীবৃন্দদের সততার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরু করেন।

আরও পড়ুন -  Ritwika Sen: হট লুকে ভাইরাল, পরনে গোলাপী স্লিভলেস টপ

এই উপলক্ষে সংস্থার কর্মকর্তাদের সংবেদনশীল করার জন্য “স্বাধীন ভারত@৭৫; সততার সঙ্গে আত্মনির্ভরতা” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে ডক্টর আহমেদ ইকবাল স্বাগত ভাষণ দেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রাক্তন পরিচালক-অধ্যাপক, এবং এনএসএসও, কলকাতার প্রাক্তন ডিডিজি অধ্যাপক এ কে ভার্মা ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন। অধ্যাপক ভার্মা তার বক্তব্যে অংশগ্রহণকারীদের স্বনির্ভরতা এবং সততার অর্থ ব্যাখ্যা করেছেন। কিভাবে আমাদের নিজেদের সতর্ক থেকে দেশ ও সংস্থার উন্নয়ন এবং উন্নতিতে অবদান রাখতে হবে সেই বিষয়ে তিনি আলোকপাত করেন। ওয়েবিনারে সংস্থার ছাত্রছাত্রী ও কর্মীবৃন্দসহ দেরাদুন, আইজল এবং সিআরসি পাটনা ও ত্রিপুরার আঞ্চলিক কেন্দ্রর কর্মীরা যোগ দেন । অনুষ্ঠানে সংস্থার কার্যালয়ে যারা আসেন তাঁদের ও কর্মকর্তা, ছাত্রছাত্রী ও অন্যান্যদের সচেতন করার জন্য অনলাইন স্লোগান এবং পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  খোলামেলা পোশাক, অন্তর্বাস স্পষ্ট, ( Sreelekha Mitra ) শ্রীলেখার নতুন যাত্রা !