মাত্র ৪৬ বছরেই চলে গেলেন দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে কন্নড় সিনেমার নায়ক একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দ্য হিন্দু অনলাইন এ খবর জানিয়েছে।
কর্নাটক রাজ্যের আয়কর বিষয়ক মন্ত্রী আর অশোক বেঙ্গালুরুর ভিক্রম হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মৃত্যুকালে রাজকুমার স্ত্রী অশ্মিনি রেভন্ত ও দুই কন্যা- দ্রিতি ও ভান্দিতিকে রেখে গেছেন। হাসপাতালের চিকিৎসক রঙ্গনাথ নায়ক জানান, সকালে বুকে ব্যাথা অনুভব করেন পুনিত রাজকুমার। তখন তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার ইসিজি করা হয়।
তিনি জানান, ওই ইসিজিতে দেখা যায়, তার হৃদরোগের সমস্যা আছে। এর পরই তাকে দ্রুত ভিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসক বলেন, ‘যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল, তখন তার হৃদযন্ত্র কাজ করছিলো না। আমরা তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে।’
কর্নাটকের মন্ত্রী অশোক জানান, কাল তার শেষ অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তিনি অভিনেতার ভক্তদের বেশি আবেগতাড়িত না হওয়ার আহ্বান জানান। ছবি: দ্য হিন্দু