Bot Tree: বট গাছের নীচে পূজিত হবেন মা কালী

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   বট গাছের নীচে পূজিত হবেন মা কালী।

সঙ্গে উচ্চারিত হবে চন্ডী পাঠের মন্ত্র। বৃহস্পতিবার কৃষ্ণপল্লী বাপুজী কলোনি এলাকায় ব্লু স্টার ক্লাবের উদ্যোগে খুঁটি পূজোর মধ্যে দিয়ে শুরু হল সেই প্রস্তুতি।

আরও পড়ুন -  প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তাই করবেন, না জিতেও, বাঁকুড়ারাবাসীর পাশে থাকবেন, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি

জানা গেছে এই বছর ৪৬ তম বর্ষ পূজোর।

ক্লাব সূত্রে জানা গেছে পুজোর দিন পাঠা বলি হয়। তান্ত্রিক মতে হয় পুজো।

বিলান কালী রূপে পূজিত হন মা। পুজোর চার দিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর আলোকসজ্জায় থাকছে চমক। তার পাশাপাশি করোনা মোকাবিলায় বিভিন্ন সচেতনতা মূলক বার্তা পুজোমণ্ডপে তুলে ধরা হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -  চাকরি দেওয়ার নাম করে কয়েকশো গৃহ শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা