Mehzabin Chowdhury: তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন মেহজাবীন

Published By: Khabar India Online | Published On:

 গত কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন নন্দিত এই তারকা। অভিনয় গুণে ছোট-বড় সবার কাছেই হয়ে ওঠেছেন প্রিয়। নির্মাতাদের কাছে ওঠেছেন আস্থার প্রতীক। নাটকের বাইরেও তাকে মাঝেমধ্যে দেখা মেলে বিজ্ঞাপনে। সেখানে নানা চমক নিয়ে হাজির হন এ তারকা।

আরও পড়ুন -  T20 World Cup 2024: বিরক্তি প্রকাশ করলেন অধিনয়ক, নিউইয়র্কে অনুশীলনে অভাব

সম্প্রতি একটু মুঠোফোন কোম্পানির নতুন ভার্সনের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন মেহজাবীন। রাজধানীর নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে তিনদিন ব্যাপী এর চিত্রায়ন হয়েছে। বিজ্ঞাপনটিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে ‘চিরকাল আজ’ খ্যাত এই অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Short Film: হিম শীতের রাতে শরীর উত্তপ্ত করছে শর্ট ফিল্মটি, ভরপুর বিনোদন রয়েছে

 ‘বিজ্ঞাপনের কাজটি করে বেশ ভালো লেগেছে। বেশ গোছানো এবং পরিচ্ছন একটি টিম পিনহুইল প্রোডাকশন। এখানে আমাকে বিভিন্ন রূপে দেখা যাবে। বিখ্যাত গেইমস ‘কিং অব ফাইটারস ৯৬’ এর জনপ্রিয় চরিত্র লিউনা হাইদারনের লুকেও দেখা যাবে আমাকে। খুবই ইন্টারেস্টিং কনসেপ্টে কাজটি হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’

আরও পড়ুন -  বনধ ব্যর্থ করায় আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়া
মেহজাবীন চৌধুরীপিনহুইল প্রোডাকশনের প্রযোজক রেজুতি স্বর্ণা বলেন, ‘মুঠোফোনটির নতুন ফিচারগুলোকে মাথায় রেখেই ভিন্নধর্মী কনসেপ্টে কাজটি করা হয়েছে, যেন দর্শকের কাছে বিষয়টি উপভোগ্য হয়ে উঠে।