Back Home: ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   21 তারিখ উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার মৃত রানিগঞ্জের বাসিন্দা কিশোর ঘটক ও চন্দনা খাঁ। ঘটনার খবর জানতে পেরেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ।স্থানীয় সূত্রে জানা গেছে কিশোর বাবুর এলাকায় বেস পরিচিতি রয়েছে ।

আরও পড়ুন -  Sidhu Kanu Bridge: আগামী ১০ দিনের মধ্যে চিত্তরঞ্জন - ঝাড়খন্ড সংযোগকারী সিধু কানু সেতুর অনুমতি দেওয়া হবে

অপরদিকে রানিগঞ্জের আর এক বাসিন্দা চন্দনা খাঁ এই দুর্ঘটনায় মারা যান। চন্দনা দেবী রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপিকা বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় আহত ও নিহতদের বাড়ি গিয়ে সমবেদনা জানান। নিহতদের পরিবারের সদস্যরা জানান 5 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরে দেহ গুলি নিয়ে আসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন -  Cut Down Trees: পরিবেশ সচেতনতা নিয়ে প্রচার চালালেও চোরের দল ঠিক গাছ কেটে নিয়ে যাচ্ছে