Koman: বার্সেলোনা কোচ কোম্যান বরখাস্ত

Published By: Khabar India Online | Published On:

বার্সেলোনা একের পর এক ম্যাচ হেরে চলেছে। এর জের ধরে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়েছে।

এর মধ্য দিয়ে বার্সেলোনায় শেষ হল রোনাল্ড কোম্যান অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, যে কোনো সময় চাকরীচ্যুত হতে পারেন এই ডাচ কোচ। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি।

আরও পড়ুন -  Christmas Holidays: ক্রিসমাসের ছুটিতে বার্সা, ড্রয়ের হতাশা নিয়েই

ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান।
রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্সেলোনা। ক্লাবটি ১০ ম্যাচে তৃতীয় হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

আরও পড়ুন -  Mir Afsar Ali: শৈশবের দুর্গাপুজো নিয়ে নস্টালজিক একটি ভিডিও শেয়ার করেছিলেন মীর, তারপর কি হলো

চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন -  Baba Loknath Tagore: বাবা লোকনাথ ঠাকুরের ১৩২তম তিরোধান দিবস পালিত ময়নাগুড়িতে

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে`র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের।