Malda Medical College: হাসপাতালের আউটডোর থেকে, এক রোগীর সোনার কানের সহ টাকার ব্যাগ চুরি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   ভরদুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে এক রোগীর সোনার কানের টাকা সহ ব্যাগ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার দুপুরে এই ঘটনা ঘিরে অন্যান্য রোগী এবং আত্মীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় মোথাবাড়ি থানার মেহেরা পুরের বাসিন্দা সেতারা বিবি বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে এম আর আই করাতে আসেন। এম আর আই করানোর জন্য ওই মহিলা তার নাকের সোনার কানের এবং নগদ তেরোশো টাকা ব্যাগে রেখে লাইনে দাঁড়ান।

আরও পড়ুন -  Birth Anniversary: প্রয়াত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিষ্ণু সেবক মিশ্রর ১০৪ তম জন্ম দিবস পালন

ঠিক সেই সময় কে বা কারা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরেই ওই মহিলা চিৎকার শুরু করেন। হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। পরে খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে উপস্থিত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন -  Cut Down Trees: পরিবেশ সচেতনতা নিয়ে প্রচার চালালেও চোরের দল ঠিক গাছ কেটে নিয়ে যাচ্ছে