Dehradun: দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল 5 জন পর্যটকের, আহত 7

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল থেকে দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত হল 5 জন পর্যটকের। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা হয়েছে। আহত অবস্থায় 7 জন পর্যটক হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে গত 21 অক্টোবর 30 জন পর্যটক উত্তরাখন্ডের দেরাদুন সহ বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছিলো। ।বুধবার উত্তরাখন্ডের কাপফট এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন -  কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি

এরপর উত্তরাখন্ডের পুলিশ ও প্রশাসনের তরফে পর্যটকদের উদ্ধার করা হলে 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা তিনজন ও দুইজন পুরুষ রয়েছে। ।আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আসানসোলে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন -  কৃষি ক্ষেত্রে ব্যবহৃত গাড়ি ও যন্ত্রপাতির জন্য পৃথক ধোঁয়া নির্গমন বিধি এবং ধোঁয়া নির্গমন নিয়মে পরিবর্তন আনতে জনসাধারণের কাছে পরামর্শ আহ্বান সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের