Dehradun: দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল 5 জন পর্যটকের, আহত 7

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল থেকে দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত হল 5 জন পর্যটকের। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা হয়েছে। আহত অবস্থায় 7 জন পর্যটক হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে গত 21 অক্টোবর 30 জন পর্যটক উত্তরাখন্ডের দেরাদুন সহ বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছিলো। ।বুধবার উত্তরাখন্ডের কাপফট এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন -  Ananya Guha: শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, অভিনেত্রী অনন্যা

এরপর উত্তরাখন্ডের পুলিশ ও প্রশাসনের তরফে পর্যটকদের উদ্ধার করা হলে 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা তিনজন ও দুইজন পুরুষ রয়েছে। ।আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আসানসোলে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন -  Bike Accident: বাইক দুর্ঘটনায় ছেলে সহ, শেন ওয়ার্ন আহত