Dr. Perth Chatterjee: বিশিষ্ট সাংবাদিক  ও জীবনবাদী লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৪ তম জন্ম দিবস

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ২৬ অক্টোবরঃ   বিশিষ্ট সাংবাদিক  ও জীবনবাদী লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৪ তম জন্ম দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ।

আরও পড়ুন -  Hot Dance Video: লাল বিকিনিতে হট নাচ, তরুণীর সাহস দেখে নেটিজেনদের কপালে ঘাম

মঙ্গলবার বিকালে কালিয়াচক ২ ব্লক অফিসের  সুকান্ত ভবন মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট সাংবাদিক তথা শিক্ষক রেজাউল করিম।

এই অনুষ্ঠানটির সৌজন্যমূলক সহযোগিতা করে সংশ্লিষ্ট এলাকার গুণমুগ্ধ পাঠক মহল কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  Dona Ganguly: ডোনা গাঙ্গুলী বহু অনুষ্ঠানে বাদ পড়েছিলেন, সৌরভ-এর স্ত্রী বলে!

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াচক ২ ব্লকের বিডিও রমল সিং বিরধি।

ছিলেন মোথাবাড়ি থানার আইসি মৃনাল চ্যাটার্জী , বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা । এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের জীবনবাদী মূলক একটি ম্যাগাজিনের শুভ সূচনা করা হয়।

আরও পড়ুন -  ‘কাভালা’ গানে নীল ক্রপটপে দুর্দান্ত কোমর নাচিয়ে এই যুবতী তরুণ নেটদর্শকদের পাগল করে দিলেন (Dance Video)