সুমিত ঘোষ, মালদা, ২৬ অক্টোবরঃ জেলা আরটিও দপ্তরের হলো গ্রাম এবং বৈধ নথিপত্র ছাড়া মালদা শহরে চলবে না কোনরকম টোটো এবং ই-রিক্সা।
এব্যাপারে আগেই প্রচার করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার প্রশাসনের বৈধ নথি ছাড়া শহরে চলাচলকারি টোটো এবং ই-রিক্সা ধরপাকড় অভিযান শুরু করলো ট্রাফিক পুলিশ কর্তারা ।
ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে শুরু হয় বেআইনি টোটো এবং ই-রিক্সার বিরুদ্ধে ধরপাকড় অভিযান। এদিন সকাল থেকেই এই অভিযানের ফলে প্রায় ৫০ টি টোটো শহরের ফোয়ারা মোরে আটক করে উপযুক্ত নথিপত্র দেখার কাজ শুরু করে অভিযানকারী প্রশাসনের কর্তারা। যাদের কাছে আরটিও দপ্তরের বৈধ নথিপত্র মিলেছে সেসব টোটো এবং ই-রিক্সা ছেড়ে দেওয়া হয়েছে। যাদের কাগজ পাওয়া যায় নি সেই সব গাড়িকে আটক করেছে প্রশাসন।