Illegal Firearms Factory: বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা কাণ্ডের মূল অভিযুক্ত জাভেদ হোসেনকে গ্রেফতার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   হীরাপুরে আজাদ নগর ১০ নাম্বার গলির এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা কাণ্ডের মূল অভিযুক্ত জাভেদ হোসেনকে গ্রেফতার করল পুলিশ।

সোমবারের এই ঘটনায় যারা সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করেন তারা হলেন পুলিশ এ এসআই সেখ শুর আলি কনস্টেবল শচীন সাহা সিভিক জগন্নাথ দাস এরা প্রথমেই গোপন সূত্রে খবর পেয়ে এই তিনজন মিলে জাভেদ হুসেনের ওই ঘরে ঢুকে পড়ে।

আরও পড়ুন -  সময়সীমা বাড়লো, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক, বড়ো স্বস্তি সাধারণ মানুষের

এবং তাদের ওপর আক্রমণ করা দুষ্কৃতীরা তারপরেই দুষ্কৃতী ধরে ফেলে এই তিনজন যদিও এই সময় পালিয়ে যায় জাবেদ।

পরে পুলিশ গভীর রাত্রে গ্রেপ্তার করে তাকে এবং মঙ্গলবার সকালে যে চারজনকে আসানসোল আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন -  মাধ্যমিকের ফলাফলে রাজ্যে সপ্তম মালদা জেলায় প্রথম স্থান অধিকার করল সোহন তামাং

সূত্র থেকে জানাজায় দশদিন পুলিশি হেফাজতের আবেদন করেছে করা হচ্ছে পুলিশ পক্ষ থেকে !