White Mother: মায়ের সাদা রূপ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল কুলটি। শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হলো মা কালি। তার মধ্যে মা কালীকে আবার অনেক রূপে দেখা যায় অনেক নামে।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ সাহসিকতার সব সীমা লঙ্ঘন করেছে, দরজা বন্ধ করুন ঘরের, VIDEO

সেই রকমি মায়ের এক রূপ যা সচরাচর পাওয়া যায় না মায়ের সাদা রূপ, আর এই রূপের নাম মা ফলহারিণী কালী।

মা কালী এই সাদা রূপে পূজিত হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায়।কুলটি বিধানসভার 17 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার মধুময় ঘোষ স্বপ্নাদেশ পাওয়ার পর বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে মায়ের শীলা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন নিজের বাড়িতে। এরপর থেকে শুরু হয় মায়ের সাদা রূপে আরাধনা।

আরও পড়ুন -  Pepper: জীবন বদলে দিতে পারে গোলমরিচের গুণ