White Mother: মায়ের সাদা রূপ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল কুলটি। শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হলো মা কালি। তার মধ্যে মা কালীকে আবার অনেক রূপে দেখা যায় অনেক নামে।

আরও পড়ুন -  World Health Organization: সব দেশকে প্রস্তুত হতে বললো হু, ওমিক্রন নিয়ে

সেই রকমি মায়ের এক রূপ যা সচরাচর পাওয়া যায় না মায়ের সাদা রূপ, আর এই রূপের নাম মা ফলহারিণী কালী।

মা কালী এই সাদা রূপে পূজিত হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায়।কুলটি বিধানসভার 17 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার মধুময় ঘোষ স্বপ্নাদেশ পাওয়ার পর বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে মায়ের শীলা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন নিজের বাড়িতে। এরপর থেকে শুরু হয় মায়ের সাদা রূপে আরাধনা।

আরও পড়ুন -  Durga Puja 2021: গতবারের মতন দুর্গাপুজোর নিয়ম একই থাকবে, প্রশাসনকে বাড়তি নজর থাকার নির্দেশ মুখ্যসচিবের