Redmi Note 11: আসছে ২৮ অক্টোবর, রেডমি নোট ১১ সিরিজের স্মার্টফোন

Published By: Khabar India Online | Published On:

রেডমি নোট ১১ সিরিজের স্মার্টফোন আসছে ২৮ অক্টোবর। চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ড রেডমির নতুন সিরিজ (১১) আনার ঘোষণা করেছেন। ।চীনা সামাজিক প্লাটফর্ম উইবোতে শাওমি নতুন  হ্যান্ডসেট সিরিজের কয়েকটি ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে দেখা যায়, নজরকাড়া সেটের সামনে পাঞ্চ হোল ডিসপ্লে, পেছনে তিনটি ক্যামেরা। উপরের দিকে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার ও জেবিএল টিউনড স্পিকার।শাওমির দাবি, ফিচার ও সুবিধার দিক থেকে এই সিরিজের সেটগুলো হবে স্মার্টফোন থেকেও বেশি কিছু! তবে রেডমি নোট ১১ সিরিজে কতগুলো মডেল বা ভেরিয়েন্ট থাকবে, সে ব্যাপারে কিছু জানায়নি শাওমি।

আরও পড়ুন -  Weather Update: এবার বৃষ্টিতে ভিজবে অনেক জেলা, হাওয়া বদল, হওয়া অফিসের আপডেট দেখুন

তবে প্রযুক্তি বিষয়ক কয়েকটি সাইট বলছে, এই সিরিজে রেডমি নোট ১১ ও রেডমি নোট ১১ প্রো নামে দুটি মডেল থাকতে পারে।নোট ১১ প্রো ভ্যারিয়েন্টে থাকতে পারে– ১২০ হার্জ ওলেড পর্দা, ৯২০ এসওসি ডাইমেনসিটি, ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ কিংবা ১২০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টর।নোট ১১ ৬ জিবি/১২৮ জিবি ও ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের থাকলেও ১১ প্রো-তে ৮ জিবি /২৫৬ জিবির র‌্যাম ও স্টোরেজ থাকতে পারে। সূত্র : ইন্টারনেট

আরও পড়ুন -  এই সব অ্যাপগুলি ডিলিট না করলে ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লুকিয়ে রয়েছে ফোনে