India-Pakistan T-20: ভারত – পাকিস্তান T- 20 ক্রিকেট ম্যাচ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ভারত – পাকিস্তান T 20 ক্রিকেট ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উচ্ছ্বাস।

রবিবার আসানসোলের মহিশিলার সাহা পাড়া এলাকায় একটি ক্লাবে বড় স্কিন লাগিয়ে খেলা দেখতে দেখা গেল ক্রিকেট প্রেমিদের।কয়েক বছর পরে খেলার মাঠে মুখোমুখি হয়েছে দুটি দল।

আরও পড়ুন -  Spring Festival: বসন্ত উৎসব মিলে মন উল্লাসে...

ক্রিকেট খেলার মজা উপভোগ করতে বড় স্কিন লাগিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে । ছবিঃ স্টার স্পোর্টস ১