“চলে যাও সুরঞ্জন”
তুমি চলে যাও সুরঞ্জন, দেখতে চাই না তোমাকে।
বিজলির ঐ চমক যা তোমার চোখের কোণে
ঠোঁটের কোনের ঐ সম্মোহনী আহবান
যা আমাকে ধুলায় মিশায়।।
তোমার মরচে ধরা হৃদয়ের দক্ষিণের গলিতে
আমাকে আর ডেকো না।
আমি ভয়ে অস্থির হই।
ওখানে তোমার প্রেমের ছিনি মিনি খেলার আস্তানা।
সর্বস্ব হারানোর মহা সম্ভাবনা।
আমি চলেই যাব, হারিয়ে যাবো ঐ দুর নীলিমায়
কথা দিলাম তোমায়, আমি আর আসবো না, দেখবো না তোমায়।।
জানি ভেঙে যাবে পাহাড়ের চূড়া,খসে পড়বে নক্ষত্রপুঞ্জ,
ভূমিকম্প হবে মালয় থেকে সাইবেরিয়ায়।
আবারও রোম পুড়বে,আবারও ছুটে আসবে নায়াগ্রার তাণ্ডব।।
অস্থি মজ্জা গুলো খসে পড়বে,লোম গুলি যাবে ঝরে।
মড়মড় করে ভেঙে যাবে, সকল মরা পাতা।
উত্তরে জমা হবে, আকাশের মেঘ গুলো হয়তোবা…..আসতেও পারে ঝড়।
লন্ডভন্ড হয়ে যাবে বৃক্ষরাজি
জলোচ্ছ্বাসে ভেসে যাবে এপার থেকে ওপার।
তান্ডবলীলা বইবে সারা পৃথিবী জুড়ে।
বুকে আগুনের ঘ্রাণ নিয়ে আমি বেঁচে থাকব।
শ্রাবণের ধারার অঞ্জলী জলে সাঁতার কাটব।
ভেঙে যাওয়া পাড়ে বাঁধব ঘর । আমার সলিল সমাধি হবে ।।
এরপর মৃত্তিকায় মিশে যাব আগের মত করে।।
তুমি চলে যাও সুরঞ্জন,
তোমাকে আমি হারাতে চাইনা।
আমার মত করে না হয় আমি বাঁচবো।
আমি ভাবতে পারি না তুমি হারিয়ে যাবে ,
বার বার জমে উঠা কষ্ট গুলো বলে ওঠে তোমাকে আমি ভালবাসি ।।