ISKCON Protests: বাংলাদেশের ঘটনার প্রতিবাদ ইস্কনের

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে ইস্কনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়।

শনিবার আসানসোল বিএন আর মোড়ে থেকে মিছিলটি শুরু করে কোর্ট মোড় হয়ে জেলাশাসকের অফিসে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন -  নিরলস ভাবে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ করে চলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষক শ্যামল জানা

এদিনের মিছিল শেষে আসানসোল ইস্কনের আধিকারিক আশিস কুমার সরকার বলেন, বাংলাদেশর ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল।

সোমবার আমরা একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেব।

আরও পড়ুন -  Housing Distributed: 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল, কন্যাপুরে ADDA অফিসে