ISKCON Protests: বাংলাদেশের ঘটনার প্রতিবাদ ইস্কনের

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে ইস্কনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়।

শনিবার আসানসোল বিএন আর মোড়ে থেকে মিছিলটি শুরু করে কোর্ট মোড় হয়ে জেলাশাসকের অফিসে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন -  Rail জারি করল নতুন নিয়ম ট্রেনের টিকিট নিয়ে, খুশি হলেন যাত্রীরা

এদিনের মিছিল শেষে আসানসোল ইস্কনের আধিকারিক আশিস কুমার সরকার বলেন, বাংলাদেশর ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল।

সোমবার আমরা একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেব।

আরও পড়ুন -  দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প তৈরি করলেন শুভেন্দুগড়ের বিজেপি নেত্রী, উলটপুরাণের সাক্ষী থাকলো বাংলা