Kovid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Published By: Khabar India Online | Published On:

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১০০ কোটি ৫৯ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৫,৭৮৬ জন ।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.১৬%। ২০২০-র মার্চের পর যা সর্বোচ্চ ।

আরও পড়ুন -  India - UK: বাণিজ্য চুক্তির আলোচনায় হুইস্কি ও ভিসা, ভারত - যুক্তরাজ্য

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৮হাজার ৬শো ৪১জন।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ১৪হাজার ৪৪৯ জন।

মোট সংক্রমিতের ১%র কম, মাত্র ০.৫১ % এখন চিকিৎসাধীন ।২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।

আরও পড়ুন -  পরিবর্তন আসছে সিপিএম পলিটব্যুরোতে, বাদ পড়ছেন বিমান বসু ?

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১লক্ষ ৭৫ হাজার ৭শো ৪৫ জন।

সাপ্তাহিক সংক্রমিতের হার ১১৯ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.৩১%।

দৈনিক সংক্রমিতের হার গত ৫৩ দিন ধরে ৩ শতাংশের কম, আজ এই হার ১.১৯%।

আরও পড়ুন -  অনুশ্রী ঘোষ মাধ্যমিকের মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯কোটি ৭০লক্ষ। সূত্রঃ পিআইবি