Illegal Construction Broken: অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   এবার অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে।

আসানসোল পৌর নিগমের 71 নম্বর ওয়ার্ড কুলটি রানিতলা এলাকায় অবৈধভাবে নির্মীয়মাণ দুটি দোকান কে ভেঙে ফেলল পুরো নিগাম জনৈক সভা পাল নামে এক মহিলার বাড়ির এই অবৈধ নির্মাণকে ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন -  Nora Fatehi: পোশাক খুলে পড়ছে কাঁধ এর উপর থেকে, নেটিজেনদের কপালে ঘাম!

এদিন যদিও এ নিয়ে মহিলার অভিযোগ বিনা নোটিশে ভেঙে ফেলা হলো।

এই নির্মান যদিও পুরো নিগমের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক বোর্ডের সদস্য চন্দ্রশেখর কুন্ডু দাবি সরকারি সম্পত্তি ভাঙার জন্য আলাদা করে কোন নির্দেশ দেয়া হয়না এবং আগামী তারা আরো এই ধরনের অবৈধ নির্মাণকে ভেঙ্গে ফেলবেন বলে এ দিন জানান চন্দ্রশেখর বাবু।

আরও পড়ুন -  Ukraine: ৪১১ বিলিয়ন ডলার লাগবে ইউক্রেন পুনর্গঠনেঃ বিশ্বব্যাংক