Shooting Set: শুটিং সেটে গুলিতে নিহত ১

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার শুটিং সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারী নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হয়েছেন। খবর-বিবিসি
বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা।

সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা। বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Odisha: স্বাস্থ্যমন্ত্রীকে গুলি ওড়িশার, আশঙ্কাজনক অবস্থা

বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ৪২ বছর বয়সী হালেনা হাচিনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

পুলিশ বলেছে তদন্তকারীরা পুরো ঘটনা খতিয়ে দেখছে। নিহত হাচিনস ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন বলে ভ্যারাইটি ম্যাগাজিনকে নিশ্চিত করেছে এক ট্রেড ইউনিয়ন।

আরও পড়ুন -  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাস কেয়ারীর শিব মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়

এই মৃত্যুকে ‘ভয়াবহ দুঃসংবাদ’ ও ‘অপূরণীয় ক্ষতি’ অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড। গুলিবিদ্ধ পরিচালক ৪৮ বছর বয়সী জোয়েল সুজা এখনও চিকিৎসাধীন।

তদন্ত চলছে, এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি, বলেছে নিউ মেক্সিকোর পুলিশ।

আরও পড়ুন -  Australia: বন্দুকধারীর গুলিতে নিহত ৩, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে