Lakshmi Pujo: মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল, তার মধ্যেই লক্ষ্মী পূজা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   বুধবার লক্ষ্মী পূজার দিন সকাল থেকে মালদা জেলা জুড়ে বজ্রপাতসহ অঝোরে বৃষ্টি শুরু হওয়ায় দূর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে।  ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমলো।

এদিন সকাল থেকে লক্ষ্মী পূজার পুরোহিত পাওয়া নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল বিভিন্ন পরিবারে মধ্যে। বাধ্য হয়ে অনেক পরিবারের গৃহবধূরা লক্ষ্মী দেবীর পূজা সারেন। এদিন সকাল থেকেই নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি শুরু হয় মালদা জেলা জুড়ে।

আরও পড়ুন -  Firearm: উদ্ধার ৪ টি পাইপগান, চন্ডিপুর এলাকায় !

তার সঙ্গে মাঝেমধ্যে বজ্রপাত ও ব্যাপক ঝড়ো হাওয়া চলে। একটানা বৃষ্টির জেরে মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। আর সেই জল ডিঙিয়ে পুরোহিতের খোঁজে ছাতা হাতে নেমে পড়েন বহু পরিবারের গৃহকর্তা থেকে গৃহকর্ত্রীরা। কিন্তু লক্ষ্মী পূজার পুরোহিত না মেলায় অবশেষে অনেকেই নিজেরাই পুজো সারেন।কেউবা পুরোহিতের অপেক্ষায়।

আরও পড়ুন -  প্রিয়া গামরে এবং নীলমের নতুন ওয়েব সিরিজ সোনা উল্লু প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, ট্রেলার (Updated Web Series)

এদিন লাগাতার বৃষ্টির জেরে মালদা শহরের বিনয় সরকার রোড , হায়দারপুর, মীরচক, সর্বমঙ্গলা পল্লী , রামকৃষ্ণপল্লী দুই নম্বর গভমেন্ট কলোনি, এক নম্বর গভমেন্ট কলোনি, সুভাষপল্লী, সারদাপল্লী সহ একাধিক এলাকায় জলে একাকার হয়ে যায়। বহু এলাকায় বৃষ্টির জল ঘর বাড়িতে ঢুকে পড়ে। লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

আরও পড়ুন -  কনকনে ঠান্ডায় দুঃস্থদের দেওয়া হলো শীতবস্ত্র