Nepal: বৃষ্টি, বন্যা ও ভূমিধস, নিহত ৪৩, নেপালে

Published By: Khabar India Online | Published On:

টানা তিন দিনের ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস শুরু হয়েছে। দুর্যোগে নিহত হয়েছে অন্তত ৪৩ জন। এখনও নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। বুধবার দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন -  বর্তমান পরিস্থিতি এবং মহামারী মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সংবাদ সংস্থা রয়টার্সকে দেশটির পুলিশের মুখপাত্র বসন্ত কুনার বলেন, পাহাড়ী এলাকায় বন্যা ও ভূমি ধসে অনেক প্রাণহানি হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন -  Cyclone Ashani: ধেয়ে আসবে ঘূর্ণিঝড়, তুমুল ঝড় বৃষ্টির ইঙ্গিত, আবহাওয়ার বিপুল পরিবর্তন হবে

তিনি জানান, রাজধানী কাঠমুণ্ড থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ও বন্যার জলেতে রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

আরও পড়ুন -  Nora Fatehi: স্পষ্ট বক্ষ বিভাজিকা, নেটদুনিয়ায় আগুন ! নোরা ফাতেহি

দেশটির টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, ফসলি জমি, সেতু, রাস্তা ও বাড়ি-ঘর সবই জলেতে  প্লাবিত হয়ে গেছে।

 আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।