Birth Control: জন্মনিয়ন্ত্রণ জেল-এর মডেল হলেন প্রিয়মণি

Published By: Khabar India Online | Published On:

নিজের প্রথম সিনেমা মুক্তির আগেই আলোচনায় ছিলেন প্রিয়মণি। তবে প্রথম সিনেমা মুক্তি না পেলেও তার প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পেল।

মডেলিং আর সিনেমা। এই নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে প্রিয়মণির। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র মুক্তি পেল সম্প্রতি।

আরও পড়ুন -  Bangladesh Navy Chief: বাংলাদেশ নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের ভারত সফর

নাভানা ফার্মার জন্মনিয়ন্ত্রণ জেলের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ২০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর।

বর্তমানে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে বলে জানান প্রিয়মণি।

আরও পড়ুন -  Nushrat Bharucha: নুসরত ঘাবড়ে গেলেন, ‘কন্ডোম’ শব্দটি শুনেই !