টুঙ্কা সাহা, আসানসোলঃ আসানসোল পৌরনীগম অন্তর্গত কুলটি বিধানসভার 61 নম্বর ওয়ার্ডের বেনাগ্রাম একসময় ছিল 50 টি পরিবারের বসবাসকারী গ্রাম হলেও 1995 সালের পর ওই গ্রাম জনশূন্য হয়ে পরে।
এর পর ওই গ্রাম নিয়ে অনেকের মুখে শোনা যায় ওই গ্রাম নাকি ভুতের গ্রাম। তবে এই কথা অস্বীকার করেছে ওই গ্রামের বাসিন্দারা। গ্রাম বাসীদের বক্তব্য রাস্তা, লাইট, পানীয় জলের সমস্যা থাকায় গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয় তারা।
বর্তমান পরিস্থিতিতে বেনা গ্রামে ভগ্নদশায় বেশ কিছু পাকা বাড়ি রয়েছে, রয়েছে ঘাট বাঁধানো বেনা পুকুর, রয়েছে 150 বছরের পুরনো লক্ষী মন্দির।
আর এই লক্ষী পুজোর দু দিন জনশুন্য গ্রামে গ্রামবাসীরা ফিরে এসে মেতে ওঠেন লক্ষী পুজোতে।
লক্ষী পুজোর সময় গ্রামবাসীরা নিজের গ্রামে ওই দুদিন ফিরে আসেন পুজো শেষ করে আবার ফিরে যান বর্তমানে নিজের নিজের বাড়ি।