Master Plan: মাষ্টার প্ল্যানের দাবি, প্রাক্তন মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ    আসানসোল শহরের উন্নয়ণ কল্পে এবার মাষ্টার প্ল্যানের দাবি করলেন শহরের প্রাক্তন মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি ৷ মঙ্গলবার আসানসোলে নিজের বাসভবনে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন মহানাগরিক ৷

আরও পড়ুন -  সারেঙ্গা স্বাধীনতার আগের থেকেই ফুটবলে জেলার মধ্যে বিশেষ স্থান করে রেখেছে

যেখানে বিজেপির প্রাক্তন পুরপিতা ও পুরমাতারা উপস্থিত ছিলেন(ভৃগু ঠাকুর, আশা শর্মা,মধুমীতা, সহ আরো অনেকে )৷ এদিনের সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব ও মত বিরোধের উর্দ্ধে উঠেই আসানসোলের মানুষের কথা ভেবে শহরের প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন ৷ এই বিষয়ে এর আগে জেলা শাসক থেকে নির্বাচিত জন প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন -  Iran Citizens: ইরান, ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে নাগরিকদের