Nigeria: নাইজেরিয়ায় নিহত ৪৩, হামলায়

Published By: Khabar India Online | Published On:

নাইজেরিয়ার একটি বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে এই ঘটনা।

সোকোতো প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, গত রাবিবার (১৭ অক্টোবর) স্থানীয় গরন্য এলাকার একটি বাজারে হামলা করে বন্দুকধারীরা। যা পরদিন সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

আরও পড়ুন -  Job: চাকরির সুযোগ, কেন্দ্রীয় সরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে, আবেদন করুন

জানা গেছে, হামলার সময় ওই বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। বাজারটির চারদিক থেকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। হামলার সময় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন -  Nigeria: তেল শোধনাগারে বিস্ফোরণে, নিহত ২৫ নাইজেরিয়ায়

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে।  সূত্র: বার্তাসংস্থা রয়টার্স।