Movie: ‘কাগজ’ মুক্তি পাবে আন্তর্জাতিক উৎসবে

Published By: Khabar India Online | Published On:

থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের সিনেমা ‘কাগজ’ এর শুটিং প্রায় শেষের পথে। ছবিটির ৮০ ভাগ অংশের কাজ শেষ হয়েছে বলে জানা যায়। জুলফিকার জাহেদী পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন।’

আরও পড়ুন -  Space: মহাশূন্যে প্রথম ছায়াছবির শুটিং

আইরিন বলেন, ‘রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্ব পুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি বাংলাদেশে নতুন প্রজন্মের দর্শকদের মাঝে মাইলফলক হিসেবে স্থান করে নেবে।’

আরও পড়ুন -  Spanish Super Cup: সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা, রিয়ালকে উড়িয়ে

নির্মাতা জানান, সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কী ভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। পুরো কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে।

আরও পড়ুন -  Twin Towers: টুইন টাওয়ার, মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেয়া হলো

সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা মম ও এলিনা শাম্মী, শশী আফরোজা, আশরাফ কবির, ফারহান খান রিও ও যুবরাজ প্রমুখ।