Arbitration Meeting: সালিশি সভা চলাকালীন, একই পরিবারের তিন জনের ওপর হামলা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা: বিজয় দশমীর দিন বক্স বাজানো নিয়ে গণ্ডগোল। রবিবার এই নিয়ে বসে সালিশি সভা। অভিযোগ সালিশি সভা চলাকালীন একই পরিবারের তিন জনের ওপর হামলা। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার আড়াই ডাঙ্গা হাট খোলা এলাকায়। আক্রান্তরা হল শিবু প্রামানিক এবং তার দুই ছেলে সুজয় প্রামাণিক ও অজয় প্রামানিক। জানা গেছে বিজয় দশমীর দিন পাড়ায় বক্স বাজানো নিয়ে গন্ডগোল হয়।

আরও পড়ুন -  Looting: ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ ব্যাঁটরায় !

মীমাংসার জন্য এদিন সকালে সালিশি সভা বসে। আক্রান্তের ছেলের অভিযোগ সালিশি সভায় আচমকাই সন্তোষ ঘোষ এবং অশোক ঘোষ তাদের তিন জনের উপর হামলা করে। ঘটনা তার বাবা গুরুতর আহত হয়। তাদের দুই ভাই কেও চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। এদিকে জানা গেছে আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

আরও পড়ুন -  Dance Video: রূপসী যুবতীর অন্তর্বাস পরেই সাহসী নাচ, এখন ঝড়ের বেগে ভাইরাল ভিডিও