Koel Mallick: ছোট্ট কবীর হলুদ পাঞ্জাবিতে দারুন লাগছে, ঠাকুর দালানে মল্লিক পরিবার

Published By: Khabar India Online | Published On:

ভবানীপুরে (Bhawanipore Mallick Bari) বহুদিন ধরে মায়ের আরাধনা হয়। এই বিশেষ দিনেই কোয়েলের পারিবারিক ছবিতে তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকের সঙ্গে সময় কাটান সর্বক্ষণের জন্য। এই বছর যেমন মা বাবার পাশাপাশি ছিলেন রানের বাবা, মাও এবং ছোট্ট কবীর।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

দুর্গাপুজো মানেই সাবেকি সাজে ধরা দেন অভিনেত্রী। চলতি বছরের অষ্টমীর দিনে অভিনেত্রী কোয়েলকে দেখা গেল একেবারে অন্য রূপে। এদিন তার পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি, হাতে শাঁখা, পলা, সোনার গয়না, এবং ছোট্ট একটা লাল টিপ। একেবারে বাঙালি সাজে কোয়েল হয়ে উঠেছিলেন অনন্য। এদিন তার পাশে ছিলেন স্বামী নিসপাল সিং রানে, সেও সাদা পাজামা পাঞ্জাবিতে সেজে ওঠে ঠিকই।

আরও পড়ুন -  সেদিন রাতে কি ঘটেছিল ? অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর সঙ্গে, এখনও অজানা !

মূল আকর্ষণের কেন্দ্রে ছিল ছেলে কবীর। এদিন কবীরের পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি। ক্যামেরা চালু হতে সেও পোজ দিতে শুরু করে। কোয়েল তার পরিবারের ছবি পোষ্ট করতেই ক্যাপশনে লেখেন, ‘সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা…সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।’

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

গতবছর করোনা বিধি মেনে বিশেষ বড় করে পুজো করেননি ঠিকই, কিন্তু এবছর করোনা নিয়ম মেনেই পুজোর আনন্দে মাতেন, ঠিক যেমন ছোট বেলায় না ঘুমিয়ে দালানে রাত জেগে আড্ডা, খাওয়া, মজায় মেতে থাকতেন অভিনেত্রী।

আরও পড়ুন -  T20 World Cup: নেদারল্যান্ডস ব্যাট করছে টসে জিতে