পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড সার্বজনীন পূজা কমিটির এবারের থিম হলো কাশ্মীর। কাশ্মীরি পোশাকে ডাল লেকের ধারে দাঁড়িয়ে মা দূর্গা সহ গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী সকলেই। পুরুলিয়ার ওই পুজোমণ্ডপে এটাই এবার পুজোর থিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এবার পুজোর থিম এক টুকরো কাশ্মীর।
মণ্ডপ সাজানো হয়েছে কাশ্মীরি নানান জিনিস দিয়ে অন্যদিকে তেমনি মণ্ডপে থাকবে কাশ্মীরি শাল বিক্রি থেকে শুরু করে কাশ্মীরি মশলা বিক্রি সমস্ত কিছুই। পুজো উদ্যোক্তাদের পক্ষে রঞ্জিত দত্ত জানিয়েছেন, এবার পুজোয় আমাদের থিম হলো এক টুকরো কাশ্মীর। পুজো মণ্ডপে যেমন প্রতিমা সুসজ্জিত হয়েছে কাশ্মীরি পোশাকে ঠিক তেমনি কাশ্মীরি সমস্ত রকমের ফ্লেভারকে নিয়ে আসা হয়েছে এই মণ্ডপে। পুরুলিয়া জেলায় মানুষের নজর কাড়বে এবারে আমাদের এই পুজো মণ্ডপ তা মন থেকে আমরা নিশ্চিত।