Moyna Song: প্যান্ডেলে বাজবে ‘ময়না ’, মুক্তি পেল মিউজিক ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 এবারের দুর্গা পুজোয় টুম্পাকে টক্কর দিতে উপস্থিত হয়েছেন ‘ময়না’।

টুম্পা সোনার স্রষ্টাই জন্ম দিয়েছেন ময়নাকে। তবে টুম্পা সোনাতে সাদা মণির চোখ নিয়ে যে মেয়েটি বাজিমাত করেছিলেন বহু পুরুষ মনে। টুম্পা থুরি সুমনা দাস এবারে আর ময়না হয়নি। এই নতুন মিউজিক ভিডিয়োতে সুমনার জায়গা নিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋত্বিকা সেন। এবারেও ময়নার সঙ্গী হলেন সায়ন ঘোষ। ময়না গানের কথাও লিখেছেন আরব দে চৌধুরী। এমনকি গানটি গেয়েছেনও তিনি।

আরও পড়ুন -  Sohini Sarkar: হালকা শীতের শুরুতে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী

গানের র‍্যাপ অংশটি শোনা গিয়েছে জেড বি এর গলায়। সঙ্গীত পরিচালনার গুরু দায়িত্বে ছিলেন অভিষেক সাহা। ইতিমধ‍্যেই রৌনক এন্টারটেনমেন্টের ইউটিউব চ‍্যানেলে মুক্তি পেয়েছে এই নতুন গানটি। আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের থেকে ভালোই সাড়া মিলেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, নতুন সিক‍্যুয়েল রেস্ট ইন প্রেম ২ আসতে চলেছে। তবে কবে আসবে এই সিরিজ তা জানা যায়নি। তার বদলে তাঁরা নিয়ে আসছেন এক নতুন ডার্ক কমেডি ওয়েব সিরিজ। যার মূল চরিত্রে অভিনয় করছেন ইউটিউবার কিরণ।

আরও পড়ুন -  ‘ মৌচাক ’ ভেঙ্গে মধু খেতে পারবেন ঠাকুরপোরা! অন্তরঙ্গ দৃশ্যে মনামী ঘোষ