Actress: শ্লীলতাহানির চেষ্টা, বলিউডের অভিনেত্রীর

Published By: Khabar India Online | Published On:

বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর শিকার হলেন শ্লীলতাহানির।

 অভিযোগ এনে দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগও করেছেন এ অভিনেত্রী।

তাদের মধ্যে একজন ইউটিবার এবং অন্যজন টুইটার ব্যবহারকারী। স্বরার অভিযোগ, নেটমাধ্যমে ওই দুই ব্যক্তি নানা বার্তা ছড়িয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করছেন।

আরও পড়ুন -  প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল করিনা কাপুরের দ্বিতীয় সন্তানের মুখ, মুহূর্তে ভাইরাল ভিডিও

দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের অভিযোগ জানিয়েছেন স্বরা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই দুই ব্যক্তির নামে মামলা হয়েছে।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্বরা টুইটে লেখেন, ‘আমি একা নই। আমার মতো নেটমাধ্যমে অনেকেই এ ধরনের হেনস্থার শিকার হন। যেসব নারী স্পষ্টবাদী, তাদের এ ভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।’

আরও পড়ুন -  Bollywood Actress’s Look: দুর্গাপূজোয় বলি অভিনেত্রীদের চোখ ধাঁধানো কিছুঝলক

অতীতেও একাধিকবার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন স্বরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মুখ খুলে প্রায়শই বিতণ্ডায় জড়ান তিনি।

সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খানের সমর্থনে কথা বলেছিলেন তিনি। তারকা-সন্তানদের প্রত্যেক মুহূর্তে কীভাবে আতশ কাচের নিচে রাখা হয় সে বিষয়ে সরব হয়েছিলেন স্বরা।

আরও পড়ুন -  ৩ মাসের ছেলেকে নিয়ে এলিফেন্ট ডে পালন করলেন অভিনেত্রী দিয়া মির্জা !