Durga Pujo: থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”

Published By: Khabar India Online | Published On:

ইংরেজবাজার শহরের দিলীপ স্মৃতি সংঘের পুজো এবারের ৭১ তম বর্ষে পা রাখলো।

প্রতিবারই জেলাবাসীকে তারা চমক দিয়ে থাকে।এবারের তাদের থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”।

আরও পড়ুন -  নিরাহুয়াকে ছেড়ে দিয়ে অপর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হলেন আম্রপালি, ভাইরাল ভিডিও

রাখির উপরে তাদের এবারে মণ্ডপসজ্জা।মন্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে হিন্দু-মুসলিম তারা একে অপরকে রাখি পড়াচ্ছে।

একজন সিভিক ভলেন্টিয়ার টোটো চালককে রাখি পড়াচ্ছে।

একজন স্কুলছাত্রী এক বালককে রাখি পড়াচ্ছে।

আরও পড়ুন -  রোমাঞ্চ শিহরণ বিশ্বকাপে, আজ শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ, পূর্ণাঙ্গ সময়সূচি – WORLD CUP 2023

সবথেকে যেটি আকর্ষণীয়, সেটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই করোনা যোদ্ধা এক চিকিৎসককে রাখি পড়াচ্ছে।

পাশে আছে পুলিশ, সিস্টার। মাটির মডেলে এসব করা হয়েছে। মা দুর্গার পিছনেও আছে একটি বিরাট রাখি। কৃষ্ণ রূপে মা দুর্গা বিরাজ করছে।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পোস্টার, গয়েরকাটায় দমকল কেন্দ্র তৈরির জন্য