Sharp Weapons: বাড়ির পাশে নোংরা ফেলা, চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

মালদা-বাড়ির পাশে নোংরা ফেলা কে কেন্দ্র করে এক কলেজ পড়ুয়া সহ মোট চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার ইংলিশ বাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাজারপাড়া এলাকায়।

আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত হলেন বিশ্বজিৎ বসাক বয়স(৫১) বছর শেফালী বসাক বয়স(৪০) বছর। দীপঙ্কর ঘোষ বয়স(২১)বছর।ও মৌমিতা বসাক বয়স(১৮) বছর।

আরও পড়ুন -  Mobile Addiction: মোবাইল আসক্তিই কি কেড়ে নিল মেধাবী ছাত্রের প্রাণ?

তাদের মধ্যে দীপঙ্কর বসাক মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযুক্তরা হলেন নিখিল দাস, চিন্টু দাস সহ মোট চারজন। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বিশ্বজিৎ বসাক এর বাড়ির পাশেই রয়েছে নিখিল দাস এর বাড়ি। দীর্ঘদিন ধরেই বিশ্বজিৎ বসাক এর বাড়ি পাশে নোংরা ফেলে নিখিল দাস বলে অভিযোগ। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ লেগেই থাকত। অভিযোগ গতকাল রাতে পুনরায় আবার বিশ্বজিৎ বসাক এর বাড়ির সামনে নোংরা ফেলে অভিযুক্তরা।

আরও পড়ুন -  জলে ডুবে মৃত্যু হল ১২ বছরের এক পুড়ুয়ার

সেই নিয়ে শুরু হয় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। একই পরিবারের চার জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে অভিযুক্তরা। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চারজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  Army Killed: ৮ সেনা নিহত সন্ত্রাসী হামলায়, পাকিস্তানে