Durga Pujo: বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে, দেবী দুর্গার বাম পাশে গণেশের অবস্থান

Published By: Khabar India Online | Published On:

আসানসোল ۔ট্রাফিক কলোনির 88 বছরের শারদ উৎসবের আয়োজন। করোনা সংক্রমণে পরিস্থিতিতে বর্তমান স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপ শয্যা খোলামেলাভাবে করে রাখা হয়েছে যাতে প্রতিমা দর্শন এ কোনো প্রকার অসুবিধা না হয়। প্রতিমার আদল এক চালার  মধ্যে হলেও বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে দেবী দুর্গার বাম পাশে রয়েছে গণেশের অবস্থান, সাধারণভাবে দেখা যায় দেবী দুর্গার ডান পাশে গণেশ অধিষ্ঠিত থাকেন। কিন্তু ট্রাফিক কলোনির বাড়ির মূর্তির কাঠামো ঘোরণেই মৃৎ শিল্পীর ভুল হয়ে যায়। তিনি ভুল বসতো দেবী দুর্গার বাম দিকে  গণেশের মূর্তি নির্মাণ করে ফেলেন।  শিল্পী ভেবে ছিলেন পরের দিন তিনি তার ভুল সংসধোন করে নেবেন।  কিন্তু সেই রাতেই দেবীর স্বপ্নাদেশ পান।

আরও পড়ুন -  খাদি সামগ্রীর রেকর্ড বিক্রি

যে অবস্থানে দেবীর মূর্তি নির্মাণ হয়েছে সেই দেবী পূজা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। দেবীর ইচ্ছা অনুসারে এর পর থেকে ট্রাফিক কলোনির দেবী দুর্গার মূর্তির বাম পাশে গণেশের অবস্থান। যা উল্টো গণেশ হিসাবে পরিচিত।  ট্রাফিক কলোনির এই বারের বাজেট আনুমানিক 7 লক্ষ টাকা।

আরও পড়ুন -  ঘূর্ণিঝড় নিভারের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তামিলনাডু ও পুডুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা