Protesting: প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক বৃদ্ধ !

Published By: Khabar India Online | Published On:

মালদা, ১১ অক্টোবর ।  তিন বছরের এক শিশুকে গালাগালি করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক বৃদ্ধ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুর এলাকায় । এই ঘটনায় আক্রান্ত মৃতের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

আরও পড়ুন -  Lakshmi Pujo: মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল, তার মধ্যেই লক্ষ্মী পূজা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আক্রান্ত বৃদ্ধের নাম আব্দুল মতিন বয়স (৬০) । এদিন রাতে এক ৩ বছরের শিশুকে গালাগালি করছিল প্রতিবেশী হাসাম উদ্দিন ও তার স্ত্রী রেহেনা বিবি । সেই গালাগালি করার প্রতিবাদ করেছিলেন শিশুর এক প্রতিবেশী বৃদ্ধ আব্দুল মতিন । তখন আব্দুল মতিনের ওপর চড়াও হয় অভিযুক্ত ওই দম্পতি।  আব্দুল মতিনকে হাঁসুয়া, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।  ওই বৃদ্ধের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দম্পতিরা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর তাঁকে তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন পরিবারের লোকেরা।

আরও পড়ুন -  Brown Sugar: 281 গ্রাম ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার

আক্রান্তের পরিবার জানিয়েছে,  এবিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।