Finance: ১৭টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ ৯ হাজার ৮৭১ কোটি টাকা অনুদান

Published By: Khabar India Online | Published On:

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তর অধিক খরচ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে সপ্তম মাসিক কিস্তিতে আজ ৯ হাজার ৮৭১ কোটি টাকা অনুদান দিয়েছে। এর ফলে, চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি মেটাতে যোগ্য রাজ্যগুলিকে মোট ৬৯ হাজার ৯৭ কোটি টাকা দেওয়া হ’ল।

সংবিধানের ২৭৫ ধারার আওতায় রাজ্যগুলিকে অধিক খরচ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে অনুদান দেওয়া হয়ে থাকে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, অধিক খরচ বাবদ রাজ্যগুলির ঘাটতি মেটাতে মাসিক কিস্তিতে অনুদান দেওয়া হয়ে থাকে। কমিশন ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে অধিক খরচ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে অনুদান দেওয়ার প্রস্তাব করে। ২০২১-২২ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি বাবদ খরচের পরিমাণ মূল্যায়ন করে রাজস্ব ও ব্যয়ের মধ্যে ফারাক মেটাতে কমিশন প্রাপ্য রাজ্যগুলিকে মাসিক-ভিত্তিতে এই অনুদান দেওয়ার পরামর্শ দেয়।

আরও পড়ুন -  ছেলেকে নানিদের কাছে রেখেই বিগ বসে! সলমনের শো নিয়ে নুসরতের বড় আপডেট

কমিশন ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে অধিক খরচ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে ১ লক্ষ ১৮ হাজার ৪৫২ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব করে। এর মধ্যে এখনও পর্যন্ত ৬৯ হাজার ৯৭ কোটি টাকা বা ৫৮.৩৩ শতাংশ অনুদান মেটানো হয়েছে।

আরও পড়ুন -  আম দিয়ে আইসক্রিম তৈরি

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, যে ১৭টি রাজ্যকে অধিক খরচ বাবদ রাজস্ব ঘাটতি মেটানোর প্রস্তাব জানায়, সেই রাজ্যগুলি হ’ল – পশ্চিমবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা ও উত্তরাখন্ড। উল্লেখ করা যেতে পারে, কমিশনের সুপারিশ অনুযায়ী, সপ্তম কিস্তিতে চলতি অক্টোবর মাসে পশ্চিমবঙ্গকে ১ হাজার ৪৭৬ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর ফলে, ২০২১-২২ অর্থবর্ষে অক্টোবর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গকে দেওয়া এই অনুদানের মোট অর্থ ১০ হাজার ২৭০ কোটি ৭৫ লক্ষ টাকা। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  Jio New Recharge Plan: জিওর নতুন ১৯৫ টাকার রিচার্জ প্ল্যান, ৯০ দিনের বৈধতা সহ আকর্ষণীয় সুবিধা!