World Postal Day: আজ ৯ (অক্টোবর) বিশ্ব ডাক দিবস

Published By: Khabar India Online | Published On:

আজ ৯ (অক্টোবর) বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক অধিদপ্তর এ দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ইনোভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন।

আরও পড়ুন -  Trina Saha: কি পোস্ট দিলেন তৃণা? বিবাহবার্ষিকীতে

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে। ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন -  FIFA: ফিফা ফুটবল থেকে ভারতকে নিষিদ্ধ করল

ইতিহাস থেকে জানা যায়, ১৮৪০ সালে প্রথম ডাকটিকিট ব্যবহার হয় ব্রিটেনে। এর একযুগ পরে ১৮৫২ সালে ভারত এ ডাকটিকিটের প্রথম ব্যবহার শুরু হয়।