Durga Pujo: গাছ বাঁচাও, সবুজ বাঁচাও

Published By: Khabar India Online | Published On:

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি দু নম্বর দুর্গাপুজো নজর কাড়ে এলাকায় ।

তাদের এবছরের থিম গাছ বাঁচাও,সবুজ বাঁচাও।

এই পূজো প্রায় ৪৫ বছর ধরে চলে আসছে।

আরও পড়ুন -  Durga Pujo: প্রস্তুতি জোরকদমে চলছে

করোনা বিধি মেনে তৈরী মন্ডপ মণ্ডপের চারদিক খোলা এবং সামাজিক দূরত্ব মেনে ও কোরোনা বিধিতে সরকারের নির্দেশিকা মেনে পূজো আয়েজন করা হয়েছে বলে জানান উদ্দোক্তারা।

আরও পড়ুন -  Ankush Hazra: বর্তমানে শয্যাশায়ী অঙ্কুশ, সার্জারি হবে

এই পূজো মণ্ডপের থিম থেকে সমাজে বার্তা গাছ থাকলে কি উপকারিতা পাওয়া যাই।

সেটাই তুলে ধরা হয় এই পূজো মণ্ডপে!কলিয়ারির শ্রমিকরা মিলে এই এই পুজোর আয়োজন করা হয় বলেও জানা গেছে।

আরও পড়ুন -  Kashful: কাশফুল বলছে মা দুর্গা আসছেন...