Moonmoon: আরিয়ানের সঙ্গেই গ্রেফতার হয়েছেন, মুনমুন

Published By: Khabar India Online | Published On:

বলিস্টার শাহরুখ পুত্র আরিয়ান খান, পার্টিতে গিয়ে মাদক নিয়ে ধরা পড়েছেন। মাদক উদ্ধার হয়েছে তার লেন্সের বাক্স থেকেও। তার বান্ধবী মুনমুন ধামেচাকেও আটক করে মাদক নিয়ন্ত্রণ বুর‌্যো (এনসিবি)।

 মুনমুন এর স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ইতিমধ্যেই সোরগোল পড়েছে। কে এই মুনমুন ?

আরও পড়ুন -  Bay Leaves: তেজপাতা দিয়ে রান্না করুন, অনেক রোগ থেকে মুক্তি পাবেন !

জানা গেছে, মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। তারকাদের সঙ্গে তার ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে ফলোয়ারের সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি।

আরও পড়ুন -  VIRAL: ভোজপুরি গানটি খুব রোমান্টিক, নিরাহুয়া ও আম্রপালি দুবের, দরজা বন্ধ করে দেখুন

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জেরার মুখে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মডেল মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। সোমবার আরিয়ানের সঙ্গেই তাকে আদালতে তোলা হয়। পরে আদালত আরিয়ান-মুনমুন ধামেচাদের আরও তিনদিন হেফাজতে রাখার অনুমতি দেন। সে অনুযায়ী আগামী ৭ অক্টোবর পর্যন্ত তারা মাদক নিয়ন্ত্রণ বুর‌্যোর হেফাজতে থাকবেন। সূত্র ও ছবিঃ যুগান্তর

আরও পড়ুন -  Sukanya Samriddhi Yojana: মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত, ২১ বছরে লাখপতি হওয়ার সুযোগ!