দেশের টাকায় পদ্মাসেতু বানায় শেখ হাসিনা` শিরোনামের চমৎকার গান নিয়ে এবার হাজির হচ্ছেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী ফিরোজ প্লাবন। গানটিতে ফিরোজ প্লাবনের সাথে কণ্ঠ দিয়েছেন সোহেল ও রুমি খান।
গানটি লিখেছেন মফিজুল ইসলাম ও ফিরোজ প্লাবন। গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ফিরোজ প্লাবন নিজেই। গানটির ভিডিওতে পতাকা হাতে অভিনয় করেছেন বিটিভি`র সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ,বঙ্গবন্ধু মুখঅবয় খ্যাত ভাইরাল আরুকমুন্সী ও একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার বাদী ইঞ্জিনিয়ার বদর আজিজ উদ্দিন।
গানটির দৃশ্যয়ণে নির্মাণাধীন দেশের উন্নয়নের মাইলফলক পদ্মাসেতুর চারিপাশ ও সেতুর উপরের অংশ দেখানো হয়েছে। পাশাপাশি গানটিতে দেশের উন্নয়নের বড় বড় প্রকল্পের দৃশ্যায়ন গানে গানে সংযোজন করা হয়েছে। খুব শীঘ্রই গানটি বাজনামাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এবিষয়ে ফিরোজ প্লাবন বলেন,দেশের টাকায় পদ্মাসেতু বানায় শেখ হাসিনা গানটি আমার এযাবৎকালের করা গানের মধ্যে শ্রেষ্ঠ একটি গান।
তিনি আরো বলেন,কারণ দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। আমি বাঙালি হিসেবে আজ গর্বিত। কুড়াবে। ছবিঃ সংগৃহীত