Aryan: শাহরুখপুত্র আরিয়ান, ১ দিনের রিমান্ডে

Published By: Khabar India Online | Published On:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে দিয়েছেন মুম্বাই আদালত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন এমনটাই দাবী করছে।

এনসিবির বিশেষ প্রসিকিউটর আইনজীবী অদ্বৈত শেঠনা আসামিদের ২ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে, আদালত ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

আরও পড়ুন -  ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী পরিষেবা প্রদানকারী আধিকারিকদের প্রশিক্ষণ এখন থেকে হাদ্রাবাদের এসভিপিএনপিএ-তে অনুষ্ঠিত হবে

আদালতে আরিয়ান খানের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সতীশ মানেশিন্ডে। আদালতের কাছে তিনি একদিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন যেন নিয়মিত আদালত তার মক্কেলের জামিন আবেদনের শুনানি করতে পারেন।

সতীশ মানেশিন্ডে যুক্তি দেখিয়ে বলেন, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, অপরাধগুলো জামিনযোগ্য। আয়োজকরা আরিয়ানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি তার কাছে টিকিট বা বোর্ডিং পাসও ছিল না।

আরও পড়ুন -  শ্যুটিংয়ে সারার সঙ্গে গাঁজা খেতেন সুশান্ত ! অভিযোগ উঠল

তদন্তকারী সংস্থা সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, সোমবার(৪ অক্টোবর) হয়তো বিচারবিভাগীয় রিমান্ডে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী।

মাদক মামলায় আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তার বন্ধু আরবান মার্চেন্ট ও আরও একজনকে। রবিবার দুপুর ২টোর সময় আরিয়ানকে গ্রেফতার করা হয়। ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন -  প্রতিশ্রুতি দিলেন শাহরুখ খান, রিঙ্কু সিংয়ের জন্য করবেন