Actress Mahiya Mahi: মাহির আবেগঘন পোস্ট, স্বামীকে নিয়ে

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারের সাথে যে দারুণ সময় কাটাচ্ছেন সেটা তার ফেসবুক ওয়াল দেখলেই বোঝা যায়। বিয়ের পর তিনি বেশ কয়েকবার স্বামী রাকিবের সাথে ছবি পোস্ট করেছেন। সবগুলো ছবিই তাদের ভালোবাসা, ভালো সময়ের প্রমাণ দেয়।

আরও পড়ুন -  নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ না দেখিয়ে যদি এম.পি.নুসরতের কাজ নিয়ে সবাই আগ্রহ দেখাতেন, তাহলে খুব ভালো হত, মন্তব্য কমরেড দীপ্সিতার

গতকাল(২৮ সেপ্টেম্বর) মাহি রাকিবের সাথে নিজের ফেসবুক ওয়ালে রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘রাইখাছি মনেতে তোমায়, আছো মোনাজাতে, পাইয়াছি জীবনে তোমায়, চাই আখেরাতে।‘

ছবির পোস্টে স্বয়ং রাকিব সরকার কমেন্ট করেছেন। লিখেছেন, ‘মহান আল্লাহ কবুল করুন।‘ উল্লেখ্য, গত ১৩ আগস্ট মাহি এবং রাকিব বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাহির মত রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে। আগের রাকিবের দুই সন্তান আছে। রাকিব পেশায় একজন ব্যবসায়ী। অন্যদিকে, মাহি প্রথমে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। অপুর সাথে বিচ্ছেদের চার মাস পরই রাকিবকে বিয়ে করেন এই নায়িকা।

আরও পড়ুন -  বিশিষ্ট শিক্ষাবিদকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তালেবান