অবশেষে আর্থিক সংকট থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে বিনোদন সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজস লিমিটেড। এই কোম্পানিটি বুধবার বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, জি’র বোর্ড, সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া অর্থাৎ SPNI এবং ZEEL -এর সংযুক্তি নীতিগত অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় পুনিত গোয়েঙ্কা সংযুক্ত সংস্থার এমডি এবং সিইও হিসাবে অব্যাহত থাকবে এছাড়া সংযুক্ত কোম্পানিতে সনি পিকচার্স শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠ অংশ থাকবে। পাশাপাশি রয়েছে টেলিভিশন সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়ায় জি’র উপস্থিতি। এই খবর প্রকাশের পর, প্রাথমিক বাণিজ্যে জি’র শেয়ার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সনি পিকচার্সের সাথে জি এন্টারটেইনমেন্টের সংযুক্ত হওয়ার পরেও, জি গ্রুপের এমডি এবং সিইও পদে পুনিত গোয়েঙ্কা কাজ চালিয়ে যেতে পারবেন, এবং এই সিদ্ধান্তে বড় স্বস্তি পেয়েছেন তিনি। এই চুক্তি অনুযায়ী, সনি পিকচার্স সংযুক্ত সত্তায় ১.৫৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এছাড়াও বিনিয়োগকৃত মূলধন বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। নতুন এন্টিটিটিতে জি এন্টারটেইনমেন্টের শেয়ারহোল্ডারদের ৪৭.০৭ শতাংশ এবং সনি পিকচার্স নেটওয়ার্কের ৫২.৯৩ শতাংশ অংশ থাকবে।
Entertainment: বিনোদন জগতে এক বিশাল বড় পরিবর্তন হতে চলেছে সনির হাত ধরে
Published By: Khabar India Online |
Published On: